কৃষক আন্দোলনে মোদি সরকারের বর্বর আচরণের প্রতিবাদে কালা দিবস পালিত

এসইউসিআই(সি) পিচমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২৬ মে এক বিবৃতিতে বলেন, কেন্দ্রের নরেন্দ্র মোদি পরিচালিত বিজেপি সরকারের সর্বনাশা কৃষি আইন ও বিদ্যুৎ নীতির বিরুদ্ধে গত বছরের ২৬ নভেম্বর থেকে দূর-দূরান্তের লক্ষ লক্ষ কৃষক মরণপণ সংগ্রামে দিল্লির রাজপথে অবস্থান করছেন। আজ তার ৬ মাস পূর্ণ হল। ইতিমধ্যে প্রায় ৫০০ কৃষক এই আন্দোলনে শহিদের মৃত্যু বরণ করেছেন। অথচ কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার চূড়ান্ত উদাসীনই শুধু নয়, ফ্যাসিস্ট মানসিকতায় যে কোনও উপায়ে কৃষকদের এই আন্দোলন ভেঙে দেওয়ার বহু চেষ্টা করেছে। নরেন্দ্র মোদি সরকারের এই কৃষকস্বার্থ বিরোধী আচরণ এবং বিজেপি সরকারের সাত বছরের চূড়ান্ত জনবিরোধী নীতির বিরুদ্ধে আজ ২৬ মে সারা ভারতে কৃষক-শ্রমিক-ছাত্র-যুব-মহিলা সমস্ত অংশের অংশের মানুষ ‘কালা দিবস’ পালন করেছেন। দলের কেন্দ্রীয় কমিটির আহ্বানে এই কৃষি আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পিচমবাংলার বিভিন্ন জেলায় কৃষকদের ঘরে ঘরে ‘কালা দিবস’ পালন করে কালো পতাকা তোলা হয়েছে, নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়েছে এবং দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের শহিদদের স্মরণে মাল্যদান করে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলনকে আরও ব্যাপকভাবে সংগঠিত করার অঙ্গীকার গ্রহণ করা হয়েছে।

গণদাবী ৭৩ বর্ষ ৩৪ সংখ্যা