কলকাতায় ৩০ হাজার আশাকর্মীর মিছিল ও সমাবেশ

ফরম্যাট প্রক্রিয়া বাতিল করে সরকারি স্বাস্থ্যকর্মীর মান্যতা, কাজের সময়সীমা সুনির্দিষ্ট করা, ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা, দিশা ডিউটি বাতিল, অন্যায় ভাবে প্যাকেজের টাকা কাটার নির্দেশ বাতিল, পেনশন, বোনাস, সামাজিক সুরক্ষা সহ ১২ দফা দাবিতে ২৬ আগস্ট পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের নেতৃত্বে ৩০ হাজার  আশাকর্মী কলকাতায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে সেখানে এক সভায় মিলিত হন৷ বক্তব্য রাখেন এআইইউটিইউসি–র রাজ্য সম্পাদক কমরেড দিলীপ ভট্টাচার্য এবং ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন ও জেলা নেতৃবৃন্দ৷ সভা পরিচালনা করেন সংগঠনের সভানেত্রী কৃষ্ণা প্রধান৷ সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে দাবিপত্র দেওয়া হয়৷ কর্তৃপক্ষ বেশ কিছু দাবি মেনে নেন৷

(গণদাবী : ৭২ বর্ষ ৫ সংখ্যা)