কন্ট্র্যাকচুয়াল ব্যাঙ্ককর্মী সম্মেলন

১৪ সেপ্টেম্বর কন্ট্র্যাকচুয়াল ব্যাঙ্ককর্মীদের প্রথম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন হল শিলিগুড়ি শহরে ৷ ২৫০ জন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন৷ ভেনাস মোড়ে যাদব সমিতি হলে প্রকাশ্য সমাবেশ হয়৷ প্রধান অতিথি ছিলেন এ আই ইউ টি ইউ সি রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অভিজিৎ রায়৷ বক্তব্য রাখেন বিশেষ অতিথি, অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের সহসভাপতি পূর্ণচন্দ্র বেহেরা সহ রতন কর্মকার, কৃষ্ণগৌরাঙ্গ সাহা, গোপাল সাহা প্রমুখ৷

প্রতিনিধি অধিবেশনে সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন নারায়ণ চন্দ্র পোদ্দার৷ ব্যাঙ্ক সংযুক্তিকরণ, রিজার্ভ ব্যাঙ্কের সংরক্ষিত তহবিল থেকে ১ লক্ষ ৭৬ হাজার ৫১ কোটি টাকা সরকারি তহবিলে সরানো, অনাদায়ী ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ না নেওয়ার বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয়৷ সমকাজে সমবেতন, স্থায়ী কাজে স্থায়ী কর্মী নিয়োগ, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রভৃতি দাবিতে এবং যখন তখন ছাঁটাই, উপযুক্ত বেতন না দেওয়া, ইএসআই, পিএফ, গ্র্যাচুইটির সুবিধা থেকে বঞ্চিত করার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়৷ সংগঠনের নামকরণ হয় কন্ট্র্যাকচুয়াল ব্যাঙ্ক অ্যান্ড আদার এমপ্লয়িজ ইউনিটি ফোরাম, পশ্চিমবঙ্গ৷ সম্মেলনে জগন্নাথ রায়মণ্ডলকে সভাপতি এবং নারায়ণচন্দ্র পোদ্দারকে সাধারণ সম্পাদক করে ৩৫ জনের কমিটি গঠিত হয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ৯ সংখ্যা)