এবার সরকারের হয়ে খাদ্যশস্য মজুত করবে আদানিরা

কেন্দ্রের মোদি সরকার যে দেশের প্রায় সব সম্পদই তুলে দিতে চায় বৃহৎ পুঁজিপতিদের হাতে, তা স্পষ্ট হয়ে যাচ্ছে একের পর এক ঘটনায়। সম্প্রতি প্রকাশ্যে এল, সরকারি সংস্থা এফসিআই-এর খাদ্যশস্য মজুত করার বরাত দেওয়া হয়েছে আদানির সংস্থাকে। চুক্তি হয়েছে ৩০ বছরের জন্য। প্রতি টন খাদ্যশস্যের জন্য নির্দিষ্ট পরিমাণ আয়ের গ্যারান্টিও কেন্দ্রীয় সরকার দিয়েছে আদানি কোম্পানিকে।

নতুন কৃষি আইনে মজুতদারদের যত খুশি খাদ্যশস্য মজুত করার অনুমতি দিয়েছে বিজেপি সরকার। সঙ্গে দিয়েছে চুক্তি চাষের মাধ্যমে সরাসরি চাষির থেকে ফসল কেনার অধিকার। এই নতুন আইন কাদের স্বার্থে আনা হয়েছে, এফসিআই-এর মতো বৃহৎ সরকারি সংস্থার হয়ে খাদ্যশস্য মজুতের দায়িত্ব আদানির হাতে তুলে দেওয়ার ঘটনায় তা দিনের আলোর মতো স্পষ্ট। ঋণে জর্জরিত চাষির কাছ থেকে ন্যূনতম মূল্যে খাদ্যশস্য কেনার দায়টুকুও ঝেড়ে ফেলতে চাইছে মোদি সরকার। সেই সরকারই কীভাবে ও কোন উদ্দেশ্যে আদানির মতো কর্পোরেট সংস্থাকে আয়ের গ্যারান্টি দিচ্ছে– তা বুঝতেও কারও অসুবিধা হওয়ার কথা নয়।