এনআরসি–সিএএ–র প্রতিবাদে পদযাত্রা

দিনহাটা : কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব হরণকারী ও ধর্মীয় বিভেদকারী  নতুন আইন এনআরসি এবং সিএএ–র বিরুদ্ধে ২৬ ডিসেম্বর কোচবিহারের দিনহাটায় স্বতঃস্ফূর্ত প্রতিবাদ মিছিল হয়৷ ছাত্র–শিক্ষক ঐক্যমঞ্চের ডাকে ওই পদযাত্রায়  সামিল হয়েছিলেন  শিক্ষক, অধ্যাপক এবং ছাত্রছাত্রীরা৷ পদযাত্রা শেষে বক্তব্য রাখেন শিক্ষক অনির্বাণ নাগ৷

তমলুক : ২৬ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের তমলুকে বিদ্বজ্জনেরা পা মেলালেন প্রতিবাদ মিছিলে৷ দুই শতাধিক নাগরিকের মিছিলে শিল্পী–সাংস্কৃতিক–কর্মী-বুদ্ধিজীবী মঞ্চের তমলুক শাখার সভাপতি অশোককুমার হাজরা, ডাঃ বিশ্বনাথ পড়িয়া, অধ্যাপক সঞ্জীব কুইল্যা, সিপিডিআরএস–এর পক্ষে প্রদীপ দাস, এনআরসি বিরোধী নাগরিক কমিটির সৈয়দ মালেকুজ্জমান, হানিফুর রহমান, শম্ভু মান্না, সাংবাদিক মানিক মাইতি প্রমুখ উপস্থিত ছিলেন৷

শান্তিপুর : নদিয়ার শান্তিপুর শহরে বন্ধুসভা হলে ২৯ ডিসেম্বর বিশিষ্ট শিক্ষক নাট্যশিল্পীর উপস্থিতিতে নাগরিক কনভেনশন হয়৷ মানবাধিকার কর্মী তপন বসুকে সভাপতি ও শিক্ষক বিশ্বজিৎ মণ্ডলকে সম্পাদক করে কমিটি গঠিত হয়৷

স্বরূপনগর : উত্তর ২৪ পরগণার স্বরূপনগরে তেঁতুলিয়া হাইসুক্লে দুই শতাধিক নাগরিকের উপস্থিতিতে প্রতিবাদ সভা হয়৷ বক্তব্য রাখেন অধ্যাপক রবিউল ইসলাম, বিশ্বরঞ্জন রায়, মানবাধিকারকর্মী মোহর আলি, জয়ন্ত সাহা, অধ্যাপক সোহারব মণ্ডল প্রমুখ৷ শিক্ষক দিলীপ ভট্টাচার্যকে সভাপতি এবং মহিদুল ইসলাম, বেলা পালকে সম্পাদক করে এনআরসি বিরোধী কমিটি গঠিত হয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ২১ সংখ্যা)