এটিএম কর্মীদের আন্দোলনে জয়

লাগাতার আন্দোলনের ফলে এটিএম কর্মীদের দাবি মানতে বাধ্য হল স্টেট ব্যাঙ্ক ম্যানেজমেন্ট। ডিসেম্বর ‘১৯ থেকে এসবিআই-এর এটিএম-এ কর্মরত কন্ট্রাকচুয়াল কর্মীরা বেতন পাচ্ছিলেন না। অবিলম্বে বকেয়া বেতন দেওয়ার দাবিতে ২৪ ফেব্রুয়ারি ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের পক্ষ থেকে এসবিআই লোকাল হেড অফিসে ডেপুটেশন দেওয়া হয়। ২ মার্চ সেখানে কর্মীরা বিক্ষোভ সভা করেন। এদিন ফোরামের সভাপতি জে রায় মণ্ডল এবং সাধারণ সম্পাদক এন সি পোদ্দারের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে আলোচনায় সিদ্ধান্ত হয়, ব্যাঙ্ক সরাসরি পেমেন্ট করবে অথবা অন্য কোনও (ওরিয়ন ছাড়া) ভেন্ডরের মাধ্যমে পেমেন্ট করবে। নেতৃত্বের পক্ষ থেকে এই জয়ের জন্য এটিএম কর্মীদের সংগ্রামী অভিনন্দন জানানো হয়।

(গণদাবী : ৭২ বর্ষ ৩০ সংখ্যা)