উত্তরপ্রদেশে বিদ্যুতের দাম বাড়াচ্ছে বিজেপি সরকার

উত্তরপ্রদেশে বিজেপি সরকার ১২ শতাংশ হারে বিদ্যুতের দাম বাড়িয়েছে৷ এর সাথে উচ্চহারে ফিক্সড চার্জ, বিদ্যুৎ বিলের উপর ৫ শতাংশ কর বসানোর ফলে সাধারণ গৃহস্থ, কৃষক এবং ছোট ব্যবসা ও শিল্পের নাভিশ্বাস উঠছে৷ এর প্রতিবাদে এসইউসিআই(সি) ৯ সেপ্টেম্বর উত্তরপ্রদেশ রাজ্য জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেয় । এলাহাবাদে ওই দিন জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের জেলা সম্পাদক কমরেড রাজবেন্দ্র সিং৷ জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়৷ অন্যান্য বামপন্থী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

(গণদাবী : ৭২ বর্ষ ৮ সংখ্যা)