Breaking News

আলু–পাট–ধান চাষি সংগ্রাম কমিটির বিক্ষোভ

কৃষি অধ্যুষিত এলাকায় হাটে বাজারে কৃষি বিপণন কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের কাছ থেকে নগদ টাকা দিয়ে ধান কেনার দাবিতে কোচবিহারে আন্দোলনে নামল আলু–পাট–ধান চাষি সংগ্রাম কমিটি৷ ৩ জুলাই সংগঠনের পক্ষ থেকে কোচবিহার শহরে মিছিল করে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখান কৃষকেরা৷ তাঁদের দাবি, কৃষিঋণ মকুব করতে হবে, যন্ত্র বসিয়ে কুইন্টাল প্রতি ধানের কাটিং বা ঘাটতি নির্ধারণ করতে হবে৷ গত মরসুমে ব্লক ভিত্তিক কোন কোন চাষির ধান ক্রয় করা হয়েছে তাঁদের নামের তালিকা প্রকাশ করার দাবিও জানান তাঁরা৷ বিক্ষোভ আন্দোলনে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক কমরেড নৃপেন কার্যি৷

(গণদাবী : ৭১ বর্ষ ৪৮ সংখ্যা)