আবার দখলদারির অপচেষ্টা রুখে দিল ভেনেজুয়েলা

আরও একবার ব্যর্থ হল ভেনেজুয়েলায় দখলদারির অপচেষ্টা৷

মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদতে দীর্ঘদিন ধরেই নির্বাচিত প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর অপচেষ্টা চলছে ভেনেজুয়েলায়৷ ২৩ জানুয়ারি তাদেরই আশীর্বাদের হাত মাথায় নিয়ে নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলে ঘোষণা করেছিলেন এক দক্ষিণপন্থী গোষ্ঠী ন্যাশনাল অ্যাসেম্বলির নেতা জুয়ান গুয়াইডো৷ কানাডা, ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি এবং মার্কিন সাম্রাজ্যবাদের অনুগত ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশের শাসক তাঁর প্রতি সমর্থনও জানিয়েছিলেন৷  কিন্তু শেষরক্ষা হয়নি৷ প্রেসিডেন্ট মাদুরোর নেতৃত্বে ভেনেজুয়েলার মানুষ গুয়াইডোদের ষড়যন্ত্র সফল হতে দেয়নি৷

এবারের ঘটনা ১ মে–র৷ আগের দিন গুয়াইডো টুইটারে একটি ভিডিও প্রকাশ করে ভেনেজুয়েলার সেনাবাহিনীর কাছে বিদ্রোহ ঘোষণা করার আর্জি জানান৷ বলেন তাঁদের ‘অপারেশন ফ্রিডম’ নাকি চূড়ান্ত পর্বে পৌঁছে গেছে৷ ডাকে সাড়া দিয়ে কয়েকজন সেনা–অফিসার দেশের একটি চরম দক্ষিণপন্থী দলের নেতা গৃহবন্দি লিওপোল্ডো লোপেজকে মুক্তি দেন৷ আলটামিরা ডিস্ট্রিবিউটার রোডে গুয়াইডোর দলবল পথ অবরোধ করে৷ এলাকার ভিডিও ফুটেজ দেখে বোঝা গেছে গুয়াইডোর পক্ষে যোগ দিয়েছেন ভেনেজুয়েলার হাতে–গোনা কয়েকজন সেনা৷ এঁদের বিক্ষোভও ওইটুকু এলাকাতেই সীমাবদ্ধ ছিল, গোটা দেশে ছড়াতে পারেনি৷ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মাদুরো সরকার৷ লোপেজ স্পেনের দূতাবাসে আশ্রয় নেন৷ সেনাদের বেশ কয়েকজন আশ্রয় নেন রাজধানী কারাকাসে ব্রাজিলের দূতাবাসে৷

ভেনেজুয়েলায় দখলদারির এই সাম্রাজ্যবাদী অপচেষ্টার প্রতিবাদে আরও একবার পথে নামেন ভেনেজুয়েলার মানুষ৷ নির্বাচিত প্রেসিডেন্টকে রক্ষা করতে তাঁরা বদ্ধপরিকর৷ মাদুরো সরকারের প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাবাহিনী তাঁদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন মাদুরো সরকারের প্রতি৷ নির্বাচিত সরকারের প্রতি সমর্থন প্রকাশে দেশের মানুষকে প্রেসিডেন্টের প্রাসাদের সামনে সমবেত হওয়ার অনুরোধ জানায় প্রশাসন৷ ভেনেজুয়েলার সাধারণ মানুষ হাজারে হাজারে প্রাসাদের সামনে জড়ো হন৷ দেশের জনগণকে অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট মাদুরো ভেনেজুয়েলায় বারবার অস্থিরতা সৃষ্টির এই মার্কিন সাম্রাজ্যবাদী অপচেষ্টাকে ধিক্কার জানান৷

এদিকে গুয়াইডোর এই লজ্জাজনক পরাজয়ে রেগে আগুন আমেরিকার জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা জন বোল্টন৷ ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রধানকে তিনি হুমকি দিয়ে বলেছেন, গুয়াইডোকে সমর্থন করার এই নাকি তাঁদের শেষ সুযোগ৷ অর্থাৎ ভালোয় ভালোয় মার্কিন সাম্রাজ্যবাদের হাতের পুতুল গুয়াইডোর হাতে দেশের ক্ষমতা তুলে দেওয়া হোক, নয়ত ভেনেজুয়েলার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উচ্ছেদ করতে ন্যায়–নীতির বিন্দুমাত্র তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়বে আমেরিকা ও তার সহযোগী সাম্রাজ্যবাদী দেশগুলি৷

গোটা বিশ্বের সাম্রাজ্যবাদবিরোধী শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এই সাম্রাজ্যবাদী অপচেষ্টাকে তীব্র ধিক্কার জানিয়েছেন৷ ভেনেজুয়েলার সাধারণ মানুষও দৃঢ়তার সাথে দেশের গণতন্ত্র রক্ষায় বদ্ধপরিকর৷ সাম্রাজ্যবাদী হানাদারদের তাঁরা ছেড়ে কথা বলবেন না৷

(গণদাবী : ৭১ বর্ষ ৪০ সংখ্যা)