আন্দোলনে আদায় হল হোসিয়ারি শ্রমিকদের বোনাসের দাবি

ফাইল চিত্র

পূর্ব মেদিনীপুর জেলার শ্রম দপ্তর অবশেষে ১৪ অক্টোবর এক ত্রিপাক্ষিক বৈঠকে হোসিয়ারি শ্রমিকদের ন্যূনতম ১০.১০ শতাংশ হারে বোনাস দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল। তমলুকের সহকারী শ্রম কমিশনার জানান, মালিক এবং শ্রমিক ইউনিয়ন পক্ষ উভয়কে নিয়ে ত্রিপাক্ষিক সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয় এবং এক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। মালিক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন গণেশ কাণ্ডার,অলক হাজরা। শ্রমিক ইউনিয়নের পক্ষে উপস্থিত ছিলেন মধুসূদনবেরা, নেপাল বাগ প্রমুখ।

২৫ সেপ্টেম্বর এআইইউটিইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারি মজদুর ইউনিয়নের পক্ষ থেকে অন্তত কুড়ি শতাংশ হারে বোনাস এবং লকডাউন পিরিয়ডের কাজ না হওয়া দিনগুলির জন্য অন্তত এক মাসের মজুরিদেওয়ার দাবি নিয়ে লেবার কমিশনারকে চিঠিদেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে তমলুক শ্রম দপ্তরের অফিসে এই ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছিল।

মজুরি সংক্রান্ত বিষয়ে পুজোর পরই আবার বৈঠকডেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে শ্রম কমিশনার জানান।

উল্লেখ্য, জেলায় প্রায় সহস্রাধিক ছোট-বড় হোসিয়ারি কারখানার প্রায় ২০-২৫ হাজার মহিলা সহ পুরুষ শ্রমিক কাজ করে।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ৯ সংখ্যা_১৭ অক্টোবর, ২০২০)