আইসিডিএস কর্মী–সহায়িকাদের বাসন্তী ব্লক সম্মেলন

আইসিডিএস কর্মী ও সহায়িকাদের স্থায়ী কর্মীর স্বীকৃতি, ন্যূনতম বেতন মাসিক ১৮, ০০০ টাকা, জ্বালানি ও সবজি–কলা সহ অন্যান্য জিনিসের দাম বাজারমূল্যে দেওয়া, অন্য কাজে কর্মীদের নিয়োগ করে প্রকল্পের কাজ ব্যাহত না করা, কাজের সুবিধার্থে অ্যান্ড্রয়েড ফোন সরবরাহ করা ইত্যাদি দাবিতে বাসন্তী বাজার সংলগ্ন একটি হলে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের বাসন্তী ব্লক শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত  হয়৷ সম্মেলনে প্রায় ৫০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন৷ প্রধান বক্তা ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা মাধবী পণ্ডিত৷ সম্মেলনে সেরিনা মিদ্দেকে সম্পাদিকা ও সুচিত্রা হালদারকে সভানেত্রী নির্বাচিত করে ২৬ জনের কমিটি গঠিত হয়৷ সম্মেলনের পর সিডিপিও–র কাছে দাবিপত্র পেশ করা হয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ১০ সংখ্যা)