তিনি ছিলেন প্রধান শিক্ষক তল্লাটে একমাত্র, আমি এবং আরও অনেক ছিলাম তাঁর ছাত্র৷ তখন ছিল ‘স্নাতক’ ছাত্র দেখতে পাওয়া ভার, ‘সাম্মানিক’ ডিগ্রিটিও সঙ্গে ছিল তাঁর৷ বাহুল্য ছিল না তাঁর প্রাত্যহিক বেশে, ছাত্রদের বলতেন তিনি ডেকে হেসে হেসে, ‘‘মাত্র একবার পরীক্ষাতে ফেল করেছ তুমি, এই দেখো না তিন–তিনবার ফেল করেছি আমি, …
Read More »