অতীতের পথে হেঁটে এবারের পঞ্চায়েত নির্বাচনের সঙ্গেও জড়িয়ে রয়েছে পেশির জোরে বুথ দখল, ব্যালট ছিনতাই, বোমা-গুলির অবিরাম বর্ষণে রক্তে ভিজে যাওয়া মাটির আঁশটে গন্ধ আর স্বজনহারাদের বুকফাটা আর্তনাদ। মানুষ আকুল হয়ে ভাবছে, গণতন্তে্রর নামে এই বন্য বর্বরতার কি শেষ হবে না! গভীর এই অন্ধকারেও পশ্চিমবঙ্গের একাধিক জেলার কিছু ঘটনা কিন্তু …
Read More »