তমলুকে পৌরকর বৃদ্ধির প্রতিবাদে এবং রাস্তা–ড্রেন সংস্কার, পরিস্রুত পানীয় জল সরবরাহ, রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে প্রাতর্ভ্রমণকারীদের্ প্রবেশ ফি ধার্য না করা প্রভৃতির দাবি জানিয়ে ৪ ডিসেম্বর পৌর নাগরিক সমিতির পক্ষ থেকে চেয়ারম্যানের কাছে দাবিপত্র পেশ করা হয়৷ বিক্ষোভ–ডেপুটেশনে নেতৃত্ব দেন সংগঠনের যুগ্ম সম্পাদক মানব বেরা৷ প্রতিনিধিত্ব করেন যুগ্ম সম্পাদক শ্যামাপ্রসাদ …
Read More »