কলকাতায় আশা কর্মীদের বিশাল মিছিল

আশা কর্মীদের স্বার্থবিরোধী ফরম্যাট বাতিল, সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, সাপ্তাহিক ছুটি, পি এফ–পেনশন ও নূ্যনতম ১৮ হাজার টাকা বেতন সহ ১২ দফা দাবিতে ১৮ ডিসেম্বর পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ডাকে কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে প্রায় ৩০ হাজার আশাকর্মী মিছিল করে রানি রাসমণি অ্যাভিনিউয়ে অবস্থান বিক্ষোভে যোগ দেন৷ ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে অবরোধ করে আইটেম বেসিস কাজের ফরম্যাটের কপি পুড়িয়ে বিক্ষোভ দেখান তাঁরা৷

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়নের সম্পাদিকা কমরেড ইসমত আরা খাতুন, এ আই ইউ টি ইউ সি–র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড দিলীপ ভট্টাচার্য, উত্তরপ্রদেশের আশা সংগঠনের নেতা বলেন্দ্র কাটিয়ার, মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সহ সভাপতি ডাঃ কিষান প্রধান প্রমুখ৷

এন এইচ এম–এর ডিরেক্টর ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়৷ ১৪ ডিসেম্বর রাজ্যপালের কাছে স্মারকলিপি দিয়েছিলেন ইউনিয়নের নেতৃবৃন্দ৷