আসামে এনআরসি চূড়ান্ত জাতিবিদ্বেষী ও চরম সাম্প্রদায়িক এই ফ্যাসিবাদী পরিকল্পনাকে ব্যর্থ করুন আসামের শোণিতপুর এলাকার দোলাবাড়ি গ্রামে শায়েরা বেগম কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন৷ না, এনআরসি তালিকা থেকে তাঁর নাম বাদ যায়নি৷ তাঁর নিজের এবং পরিবারের সকলেরই তালিকায় নাম আছে৷ কিন্তু তালিকা প্রকাশের আগেই পড়শিরা জানিয়েছিল, তাঁদের পরিবারের কারও নাম …
Read More »