১১ আগস্টঃ ক্ষুদিরামের স্বপ্ন সফল করার শপথ

কলকাতা

১১ আগস্ট। ভারতের স্বাধীনতা সংগ্রামের আপসহীন বিপ্লবীধারার কিশোর শহিদ ক্ষুদিরামের আত্মবলিদানের ১১৪তম দিবস। সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছাত্র-যুব-মহিলা সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ গভীর শ্রদ্ধায় পালন করলেন এই দিনটিকে।

মূল অনুষ্ঠান হয় কলকাতা হাইকোর্টের সামনে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে। ক্ষুদিরামের ফাঁসির মুহূর্ত সকাল ৬টায় শহিদের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস, কমসোমল এবং পথিকৃৎ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান শুরু হয়। মাল্যদান করেন এসইউসিআই (সি) পলিটবুরো সদস্য কমরেড সৌমেন বসু, রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য এবং আয়োজক সংগঠনগুলির নেতৃবৃন্দ। কিশোর কমিউনিস্ট বাহিনী কমসোমল গার্ড অফ অনার জানায়। ক্ষুদিরামের অপূরিত স্বপ্ন শোষণহীন ভারত গড়ার শপথ গ্রহণ করেন উপস্থিত সকলে। বক্তব্য রাখেন এআইডিএসও-র সর্বভারতীয় সহসভাপতি কমরেড শুভঙ্কর চ্যাটার্জী, সভাপতিত্ব করেন এআইএমএসএস-এর কলকাতা জেলা সম্পাদিকা কমরেড অনন্যা নাইয়া। রাজ্যের সর্বত্র সংগঠনগুলির উদ্যোগে ক্ষুদিরামের মূর্তি অথবা প্রতিকৃতিতে মাল্যদান, শপথ গ্রহণ, আলোচনা প্রভৃতি অজস্র অনুষ্ঠান চলে সারা দিন জুড়ে।

বেলদা

গণদাবী ৭৪ বর্ষ ৪ সংখ্যা