হাওড়া স্টেশনে হকারদের উপর অত্যাচার তীব্র প্রতিবাদ এস ইউ সি আই (সি)-র

১৬ সেপ্টেম্বর হকার উচ্ছেদের প্রতিবাদ আন্দোলনকে ঘিরে হাওড়া স্টেশনে রেল পুলিশ হকারদের উপর ব্যাপক অত্যাচার চালায়। এর নিন্দা করে এস ইউ সি আই (সি) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ১৭ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন, গতকাল হাওড়া স্টেশনে হকারদের উচ্ছেদ কর্মসূচির প্রতিবাদকে দমন করতে আরপিএফ যেভাবে হকারদের উপর অত্যাচার চালিয়েছে, তার নিন্দা করবার কোনও ভাষাই যথেষ্ট নয়। বহু প্রতিবাদী হকারকে তারা গ্রেপ্তার করেছে, লাঠিচার্জ করে আহত করেছে অনেককে। এমনকি চিত্র সাংবাদিক, সাংবাদিকদের উপরও তারা আক্রমণ নামিয়ে এনেছে। তাদের ক্যামেরা ছিনিয়ে নিয়েছে। পুলিশের রোষ থেকে রেহাই পাননি ট্রেনের জন্য অপেক্ষারত সাধারণ যাত্রীরাও।

হকাররা সাধারণ যাত্রী ও গরিব নিম্নবিত্ত মানুষের প্রয়োজনীয় সামগ্রী ও রেলপথে কিছু সাধারণ খাবার হকারি করে জীবিকা নির্বাহ করেন। সেখানে আইআরসিটিসি সহ নানা বহুজাতিক সংস্থাকে জায়গা করে দেওয়ার জন্যই হকারদের উচ্ছেদ করা হচ্ছে এবং যার সুযোগ নিয়ে আরপিএফ তোলাবাজি চালাচ্ছে। আমরা দাবি করছি, অবিলম্বে রেল হকারদের ‘হকার আইন ২০১৪’ অন্তর্ভুক্ত করতে হবে। সাথে সাথে হকারদের মধ্যে বাঙালি ও বিহারি বলে বিভাজন সৃষ্টির যে চক্রান্ত চলছে তাকেও ব্যর্থ করে তীব্র আন্দোলনে সামিল হওয়ার জন্য হকার ও সাধারণ যাত্রীদের কাছে আহ্বান জানাচ্ছি।