স্মার্ট প্রিপেড মিটার লাগানোর বিরুদ্ধে বিদ্যুৎ গ্রাহকদের ঘেরাও-বিক্ষোভ

স্মার্ট প্রিপেড মিটার ও টিওডি সিস্টেম বাতিল, বর্ধিত ফিক্সড ও মিনিমাম চার্জ প্রত্যাহার সহ বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন দাবি নিয়ে ২৩ মার্চ পূর্ব মেদিনীপুরে বিদ্যুৎ দপ্তরের পাঁশকুড়া ও নন্দকুমার কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজারের অফিসে অ্যাবেকা-র পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। পরে ডেপুটেশন দেওয়া হয়। পাশাপাশি, পাঁশকুড়া ও নন্দকুমারের গ্রাহকরা ব্যক্তিগতভাবে ‘স্মার্ট মিটার চাই না’ এই মর্মে বিদ্যুৎ গ্রাহক দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়রকে গণ দরখাস্ত দেন। এদিন শতাধিক বিদ্যুৎ গ্রাহক মিছিল করে কাস্টমার কেয়ার সেন্টারের সামনে বিক্ষোভ দেখায়।

সংগঠনের জেলা নেতা নারায়ণ চন্দ্র নায়ক বলেন, গ্রাহকদের টাকা লুট করার যন্ত্র হল স্মার্ট প্রিপেড মিটার। এটা আমরা চালু করতে দেব না। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গ্রাহক প্রতিরোধে স্মার্ট প্রিপেইড মিটার লাগানো থেকে বিরত থাকতে বাধ্য করা গিয়েছে। ফলে সর্বত্র গ্রাহক কমিটি গড়ে তোলার আহ্বান জানান তিনি।