Breaking News

স্বাস্থ্য পরিষেবার দাবিতে বিক্ষোভ কালনায়

কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে সিটি স্ক্যান, ডায়ালিসিস সহ উন্নত স্বাস্থ্য পরিষেবার দাবিতে ১ ডিসেম্বর নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় এবং সুপারেকে স্মারকলিপি দেওয়া হয়।

কালনা মহকুমা হাসপাতাল বর্তমানে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসাবে স্বীকৃত। এখানে চিকিৎসার জন্য শুধু কালনা মহকুমার মানুষই নন, নদিয়া, হুগলি থেকেও বহু রোগী চিকিৎসার জন্য আসেন। কিন্তু এখানের স্বাস্থ্য পরিষেবা বহু ক্ষেত্রেই অমিল। সিটি স্ক্যান, ডায়ালিসিস সহ গুরুত্বপূর্ণ চিকিৎসার সরঞ্জাম বহুদিন ধরে নেই। ফলে হাজার হাজার মানুষ পরিষেবা থেকে বঞ্চিত। বিশেষ করে অস্থি রোগ, নিউরো, চর্মরোগ, বক্ষরোগ বিভাগে বিশেষজ্ঞ ডাক্তারের অভাব রয়েছে। অবিলম্বে সমস্যাগুলির সমাধান না হলে দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলার কথা জানান প্রতিরোধ মঞ্চের পক্ষে প্রণয় সাহা।