স্বাস্থ্যকর্মীর স্বীকৃতির দাবি আশাকর্মীদের

ফরম্যাট প্রথা বাতিল সহ গুরুত্বপূর্ণ ১২ দফা দাবিতে ৮ ফেব্রুয়ারি হাওড়া জেলার আমতা স্টেশনের কাছে আমতা-১ ব্লকের আশাকর্মীদের একটি সভা হয়। এই ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আশাকর্মীরা তাঁদের বঞ্চনার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন। মূল বক্তব্য রাখেন এ আই ইউ টি ইউ সি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের হাওড়া গ্রামীণ জেলার সভাপতি নিখিল বেরা ও রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন। সভা থেকে ১৪ জনকে নিয়ে ব্লক কমিটি গঠিত হয়।