স্বাস্থ্যকর্মীর স্বীকৃতির দাবিতে এএনএম নার্সদের ধর্মতলায় অবরোধ

দীর্ঘদিন ধরে রাজ্যের এএনএম–২ কর্মীরা তাঁদের দাবিদাওয়া নিয়ে আন্দোলন পরিচালনা করে আসছেন৷ এই কর্মীদের উপর রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা অনেকটাই নির্ভরশীল৷ কিন্তু এদের কাজের কোনও নিশ্চয়তা নেই৷ কোনও সরকারই এদের কর্মী বলে স্বীকার করে না৷ সামান্য বেতনে এদের বছরের পর বছর কাজ করে যেতে হয়৷ সরকার নির্ধারিত ছুটিও এরা পান না, এদের মেডিকেল লিভ নেই, দুর্ঘটনা ঘটলেও ছুটির ব্যবস্থা নেই৷ অসহনীয় এই অবস্থার প্রতিকারের জন্য এরা কেন্দ্রীয় সরকারের কাছে ডেপুটেশন দিয়েছেন৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও তাঁরা দাবিপত্র দিয়েছেন, কিন্তু কোনও ফল হয়নি৷

২৬ জুলাই আবারও মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেন তাঁরা৷ রাজ্যের সমস্ত জেলা থেকে প্রায় পাঁচ হাজার কর্মী এদিন রানি রাসমণি রোডের সমাবেশে মিলিত হন৷ কিন্তু সেখানেও রাজ্য সরকারের পক্ষ থেকে ডেপুটেশন গ্রহণে নানা টালবাহানা চলতে থাকে৷ অবশেষে এক রকম বাধ্য হয়েই হাজার হাজার স্বাস্থ্যকর্মী চৌরঙ্গী রোড অবরোধ করেন৷ সংগঠনের নেত্রী স্বপ্না ঘোষ ঘোষণা করেন, সরকার যতক্ষণ না তাঁদের দাবিদাওয়া পূরণের সুনির্দিষ্ট ঘোষণা লিখিত আকারে দেবে, ততক্ষণ এই অবরোধ আন্দোলন চলবে৷ এক ঘন্টা পর সরকারি কর্তৃপক্ষ দাবি দাওয়া পূরণ করার লিখিত প্রতিশ্রুতি দেন এবং অবরোধ প্রত্যাহৃত হয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ১ সংখ্যা)