স্কুল কলেজ খুলছে। ছাত্র আন্দোলনের জয়

স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে এআইডিএসও-র নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের জয়ে সংগ্রামী ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাল সংগঠন। এআইডিএসও কলেজ স্ট্রিটে মিছিল (ছবি) ও পথসভা করে। বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড মণিশঙ্কর পট্টনায়ক, কলকাতা জেলা সম্পাদক কমরেড আবু সাঈদ। কমরেড পট্টনায়ক বলেন, করোনা পরিস্থিতিকে অজুহাত করে সরকার ক্লাসরুম শিক্ষাপদ্ধতির বদলে অনলাইন শিক্ষাকাঠামোকে চালু করার চক্রান্ত করেছে। তার বিরুদ্ধে এআইডিএসও দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে এসেছে, সেই আন্দোলনকে প্রতিহত করতে রাজ্য সরকার এআইডিএসও কর্মীদের উপর মিথ্যা মামলা-হামলা-হুমকি সহ সব রকম অগণতান্ত্রিক প্রক্রিয়া নামিয়ে এনেছে। ধারাবাহিক আন্দোলনের ফলে রাজ্য সরকার ১৬ নভেম্বর থেকে কিছু নির্দিষ্ট ক্লাসের জন্য স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত ঘোষণা করতে বাধ্য হয়েছে। এটা ছাত্র আন্দোলনের জয়। ডিএসও-র দাবি, অবিলম্বে শিক্ষার সমস্ত স্তরের ফি প্রত্যাহার করে সকল ছাত্রছাত্রীকে পড়াশোনার সুযোগ দিতে হবে ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার সুস্পষ্ট পরিকল্পনার ঘোষণা করতে হবে এবং সরকারি শিক্ষা ব্যবস্থার ভেঙে পড়া পরিকাঠামো পুনরুদ্ধারে সরকারকে বরাদ্দ বাড়াতে হবে। এ দিন রাজ্যের সব জেলা সদর সহ গুরুত্বপূর্ণ শহর ও গঞ্জে মিছিল ও পথসভা হয়।

গণদাবী ৭৪ বর্ষ ১৩ সংখ্যা ৫ নভেম্বর ২০২১