সেতু অবরোধ করে বিক্ষোভ

অবিলম্বে শিলাবতী নদীর উপর পশ্চিম মেদিনীপুরের সাহেবঘাটে কংক্রিটের ব্রিজ নির্মাণ এবং ওই স্থানে সরকারিভাবে কাঠের ব্রিজ তৈরি করে বিনামূল্যে নদী পারাপারের ব্যবস্থা সহ অর্থের বিনিময়ে কাঠের সেতুর লিজের মেয়াদ বৃদ্ধির প্রতিবাদে ১২ জানুয়ারি কাঠের সেতু সংলগ্ন গুড়লীতে এলাকার বাসিন্দারা অবস্থান বিক্ষোভে সামিল হন। ওই উপলক্ষে বিবেকানন্দ, প্রদ্যোত ভট্টাচার্য, সূর্য সেনের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। বিক্ষুব্ধ জনসাধারণ আধ ঘণ্টা কাঠের সেতু অবরোধ করেন। স্থানীয় ছাত্রছাত্রী সহ এলাকার তিন শতাধিক ভুক্তভোগী জনসাধারণ কালীচক-বাড়গোবিন্দ হাইস্কুলে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল করে ব্রিজ সংলগ্ন গুড়লীতে অবস্থান বিক্ষোভে যোগ দেন।