সংযুক্ত কিসান মোর্চার পশ্চিমবঙ্গ চ্যাপ্টার গঠিত

এ আই কে কে এম এস- এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর ঘোষ সভায় বক্তব্য রাখছেন।

দেশের চলমান কৃষক আন্দোলনকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সংগঠিত করে আরও তীব্রতর করে তোলার জন্য ৫ নভেম্বর কলকাতার জর্জ ভবনে সংযুক্ত কিসান মোর্চার পশ্চিমবঙ্গ চ্যাপ্টার গঠনের উদ্দেশ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। এ আই কে কে এম এস, এ আই কে এস সহ মোট পঁচিশটি সংগঠন এই সভায় যোগদান করে। সংযুক্ত কিসান মোর্চার অন্যতম নেতৃত্ব কমরেড হান্নান মোল্লা, এ আই কে কে এম এস- এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর ঘোষ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন সংগঠনের ষোলো জন প্রতিনিধি নিয়ে সংযুক্ত কিসান মোর্চার পশ্চিমবঙ্গ চ্যাপ্টার গঠিত হয়। এ আই কে কে এম এস-এর প্রতিনিধি হিসাবে কমরেড গোপাল বিশ্বাস পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে নির্বাচিত হন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কৃষক আন্দোলন আরও তীব্রতর করে গড়ে তোলার সিদ্ধান্ত সভায় গৃহীত হয়।

গণদাবী ৭৪ বর্ষ ১৪ সংখ্যা ১২ নভেম্বর ২০২১