শেষ তিন দফার ভোট একদিনে করার প্রস্তাব দিয়ে নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের অবশিষ্ট স্তরগুলিতে জমায়েত ভিত্তিক প্রচার বন্ধের আর্জি জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দলের রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ১৬ এপ্রিল নিচের চিঠিটি পাঠান

মহাশয়,

করোনা সংক্রমণের বর্তমান প্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে আজ যে সর্বদলীয় বৈঠক আহ্বান করা হয়েছে তাতে আমরা আমন্ত্রণ না পেয়ে বিস্মিত। একটি রেজিস্টার্ড পার্টি হিসাবে ১৯৫২ সাল থেকে আমাদের দল নির্বাচনে অংশগ্রহণ করে আসছে এবং এবারেও আমরা ১৯৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। এই নির্বাচন সংক্রান্ত নানা বিষয়েও আমরা অনেক বার আমাদের মতামত জানিয়েছি। এর কোনওটাই আজকের গুরুত্বপূর্ণ বৈঠকে আমন্ত্রণ পাওয়াব যোগ্যতার মাপকাঠি না হওয়াটা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার পরিপূরক বলে আমরা মনে করি না। যাই হোক, আজকের আলোচনার বিষয়বস্তুর প্রেক্ষিতে আমাদের মতামত হল, (১) করোনা সংক্রমণের বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনের কথা ভেবে সমস্ত ধরনের জমায়েত ভিত্তিক প্রচার বন্ধ করা হোক; (২) পঞ্চম দফার পর অবশিষ্ট তিন দফার ভোট একবারেই করা হোক; (৩) নির্বাচনের দিন, কেবল কথার কথা না করে, করোনা বিধি কঠোরভাবে মেনে এবং জনস্বাস্থে্যর কথা বিবেচনা করে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করার সমস্ত দায়িত্ব কমিশন ও প্রশাসনকে নিতে হবে।

আশা করব আজকের সভায় আমাদের মতামত গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।