লোকাল ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ

নাগরিক প্রতিরোধ মঞ্চের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলা শাখার পক্ষ থেকে দক্ষিণ পূর্ব রেলওয়ের সমস্ত লাইনে স্বাস্থ্যবিধি মেনে দ্রুত সমস্ত লোকাল ট্রেন চালুর দাবিতে ২৫ অক্টোবর খড়গপুর ডিআরএম-এ বিক্ষোভ দেখানো হয়। দাবিগুলি হল– সমস্ত স্টেশনে সাধারণ যাত্রীদের টিকিট দেওয়ার ব্যবস্থা, যতদিন না পর্যন্ত লোকাল ট্রেন চালু হচ্ছে, ততদিন শিয়ালদা এবং বর্ধমান লাইনের মতো স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানো এবং সমস্ত স্টেশনে সাধারণ যাত্রীদের টিকিট দেওয়া ও যাত্রী পরিষেবা চালু এবং মেদিনীপুর থেকে হাওড়াগামী স্পেশাল ট্রেনগুলি টিকিয়াপাড়াতে নয়, হাওড়া পর্যন্ত চালু করা। পাঁচ শতাধিক নাগরিক এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। ডেপুটেশনে নেতৃত্ব দেন পূর্ব মেদিনীপুর জেলার নাগরিক প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক মধুসূদন বেরা, পশ্চিম মেদিনীপুরের নাগরিক প্রতিরোধ মঞ্চের জেলা কমিটির অন্যতম সদস্য সুরঞ্জন মহাপাত্র, হাওড়ার নাগরিক প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক মিনতি সরকার, দক্ষিণ পূর্ব রেলওয়ে দোকানদার সমিতির নেতা গোপাল মাইতি। কর্তৃপক্ষ জানান, এক সপ্তাহের মধ্যে স্টাফ স্পেশাল ট্রেন ছাড়া মেদিনীপুর-হাওড়া, বেলদা-হাওড়া, দীঘা-হাওড়া এই তিনটি লোকাল ট্রেন চালু করার ব্যবস্থা করবেন এবং সমস্ত স্টেশনের টিকিট কাউন্টার থেকে সাধারণ যাত্রীদের টিকিট দেওয়ার ব্যবস্থা করবেন এবং তারা চেষ্টা করবেন যাতে সমস্ত লোকাল ট্রেন চালু করা যায়। এ ছাড়াও সমস্ত লোকাল ট্রেন চালু করার বিষয়টিও খতিয়ে দেখবেন।

গণদাবী ৭৪ বর্ষ ১৩ সংখ্যা ৫ নভেম্বর ২০২১