লেনিন মৃত্যুশতবার্ষিকী উপলক্ষে আগরতলায় সভা

বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা ও শিক্ষক, রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লবের রূপকার মহান লেনিনের মৃত্যুশতবর্ষ উদযাপন করার যে কর্মসূচি এসইউসিআই(সি) নিয়েছে তার অঙ্গ হিসাবে ২০ নভেম্বর আগরতলা প্রেস ক্লাবে এক সভা অনুষ্ঠিত হয়। লেনিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার পর সভার সভাপতি কমরেড মলিন দেববর্মা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক কমরেড অরুণ ভৌমিক মহান দার্শনিকের জীবন ও সংগ্রাম নিয়ে সংক্ষেপে আলোচনা করেন। শেষে প্রধান বক্তা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মানব বেরা বক্তব্য রাখেন। তিনি বলেন, এই মহান চিন্তানায়ক শোধনবাদী বিকৃতির বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম চালিয়ে মার্ক্সবাদের বিপ্লবী মর্মবস্তুকে রক্ষা করেছিলেন এবং মার্ক্সবাদকে দর্শনগত, আদর্শগত, নীতিগত ও সংগঠনগত ভাবে বিকশিত করে মার্ক্সবাদের জ্ঞানভাণ্ডারে মৌলিক অবদান রেখেছেন। তিনি বলেন, আজ পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ তার অস্তিত্ব রক্ষায় যুদ্ধের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। সম্প্রতি ইউক্রেন, মধ্য প্রাচ্যের যুদ্ধ তার প্রকৃষ্ট উদাহরণ। সংকটগ্রস্ত পুঁজিবাদ তার সংকটের সমস্ত বোঝাটা শোষিত জনগণের উপর চাপিয়ে তাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে। এই দুর্বিষহ শোষণ-নির্যাতন থেকে পরিত্রাণের একমাত্র পথ মহান লেনিনের শিক্ষাকে অনুসরণ করে দেশে দেশে সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করা।