Breaking News

লেনিন মৃত্যুশতবর্ষ উদযাপনে সভা ও কমিটি গঠন

জোড়াসাঁকো, কলকাতা

মহান নভেম্বর বিপ্লবের রূপকার, বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা লেনিনের মৃত্যুশতবর্ষ উদযাপনের লক্ষ্যে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর উদ্যোগে সারা দেশ জুড়ে বামমনস্ক ও গণতান্ত্রিক মানুষকে নিয়ে আলোচনা সভা, সেমিনার, উদ্ধৃতি প্রদর্শনী, ছবি প্রদর্শনী, মৃত্যুশতবর্ষ উদযাপন কমিটি গঠন প্রভৃতি অনুষ্ঠিত হচ্ছে। এই সব অনুষ্ঠানের ধারাবাহিকতায় আগামী ২১ জানুয়ারি কলকাতায় শহিদ মিনার ময়দানে হবে সমাপনী অনুষ্ঠান।

এ রাজ্যে কলকাতা সহ সমস্ত জেলায় সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সমবেত করে চলছে কমিটি গঠন। পূর্ব মেদিনীপুরের তমলুকের ব্রাইট ফিউচার হলে ১৬ ডিসেম্বর একটি আলোচনা সভা হয়। বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির সদস্য কমরেড দিলীপ মাইতি প্রমুখ। সভা থেকে ‘মহান লেনিন মৃত্যুশতবার্ষিকী উদযাপন কমিটি’ গঠিত হয়। সভাপতি ও সম্পাদক হিসেবে যথাক্রমে সুধাংশু অধিকারী ও সতীশ সাউ নির্বাচিত হন।

কলকাতায় জোড়াসাঁকো, বরানগর, শ্যামপুকুর-কাশীপুর, খিদিরপুর, বেহালা পশ্চিম, রাসবিহারী-আলিপুর প্রভৃতি এলাকায় আলোচনাসভা, লেনিন মৃত্যুশতবর্ষ উদযাপন কমিটি গঠিত হয়। বাকি এলাকাগুলিতেও কমিটি গঠনের কাজ চলছে।