Breaking News

র‍্যাগিং-মুক্ত ক্যাম্পাসের দাবিতে ছাত্র-অভিভাবকদের অবস্থান

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখছেন এআইডিএসও-র রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়। ১৪ আগস্ট

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপের মৃত্যুর প্রতিবাদে, দোষীদের শাস্তি এবং র‍্যাগিং-মুক্ত গণতান্ত্রিক শিক্ষাঙ্গনের দাবিতে ১৪ আগস্ট রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে বিক্ষোভ অবস্থানের ডাক দিয়েছিল এআইডিএসও।

যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে শতাধিক ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে অবস্থান হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবস্থানে বক্তব্য রাখেন সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড বিশ্বজিৎ রায়। বক্তব্য রাখেন ছাত্রছাত্রীরা। অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সাবিনা ইয়াসমিন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড গৌরাঙ্গ খাটুয়া, অভিভাবক স্বপ্না দাশগুপ্ত প্রমুখ। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা এবং জেলা নেতৃত্বও বক্তব্য রাখেন। অবস্থান শেষে যাদবপুর এবং কলেজ স্ট্রিট এলাকায় প্রতিবাদী মিছিল হয়। বহু ছাত্রছাত্রী, অভিভাবক, সাধারণ মানুষ এই অবস্থান এবং মিছিলে সামিল হন।