যুবশ্রীদের বিক্ষোভ শ্রমদপ্তরে

৪ ফেব্রুয়ারি কলকাতা শ্রম দপ্তরে যুবশ্রীদের অবস্থান বিক্ষোভ এবং ঘেরাও কর্মসূচি হয়। যুবশ্রী প্রকল্প থেকে স্থায়ী কর্মসংস্থানের দাবি সহ বিভিন্ন দাবি নিয়ে এই আন্দোলন চলছে। এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ডাইরেক্টর যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির রাজ্য প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করে আশ্বাস দিয়েছেন অ্যানেক্সার-৩ বাতিল হবে। বন্ধ ভাতা পুনরায় চালু হবে এবং যে সমস্ত যুবশ্রীরা বায়োডাটা জমা দিয়েছেন তাদের চাকরির বিষয়টি বিবেচনা করে দেখা হবে।

এছাড়া ভিক্টোরিয়া হাউসের সামনে পথ অবরুদ্ধ করে রাজ্য কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে বার্তা দেওয়া হয় ৭ দিনের মধ্যে বিষয়টি বিবেচনা না করলে বৃহত্তর আন্দোলনে নামবেন যুবশ্রীরা।