মোবাইল মাশুল বৃদ্ধির প্রতিবাদে কলকাতায় ট্রাই দপ্তরে ছাত্র-যুব বিক্ষোভ

বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থার মোবাইলে রিচার্জ মাশুল বারবার মাত্রাতিরিক্ত বৃদ্ধির প্রতিবাদে ২৭ ডিসেম্বর এআইডিএসও এবং এআইডিওয়াইও ট্রাই দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। চার সদস্যের এক প্রতিনিধি দল দপ্তরের আধিকারিককে ডেপুটেশন দেয়।

এআইডিএসও নেতা আবু সাঈদ দাবি করেন, অনলাইনে ক্লাস করার জন্য ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে নেট প্যাক দেওয়ার ব্যবস্থা করতে হবে। এআইডিওয়াইও-র রাজ্য সম্পাদক মলয় পাল বলেন, একদিকে ‘জিও-র পোষ্টার বয়’ নরেন্দ্র মোদি সরকার কর্পোরেট টেলিকম কোম্পানির স্বার্থে ট্রাইকে শিখণ্ডি খাড়া করে বিএসএনএলকে পঙ্গু করছে। বর্তমানে যখন রেশন, রান্নার গ্যাস, ব্যাঙ্ক সহ নানা সরকারি পরিষেবা এমনকি ছাত্র-ছাত্রীদের পড়াশোনা, বেকার যুবকদের চাকরির খোঁজ এবং আবেদনপত্র জমা সবকিছুই অনলাইন নির্ভর তখন বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে মোবাইল রিচার্জে মাত্রাতিরিক্ত মাশুল বৃদ্ধির সুযোগ করে দিচ্ছে সরকার। এই মাশুলবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

গণদাবী ৭৪ বর্ষ ২২ সংখ্যা ৭ জানুয়ারি ২০২২