মুর্শিদাবাদে এ আই কে কে এম এস–এর বিক্ষোভ

মুর্শিদাবাদে ভয়ঙ্কর খরা পরিস্থিতি চলছে৷ পাট পচানোর জলের অভাবে দিশেহারা চাষিরা৷ নদী–নালা–খাল–বিল সংস্কারের অভাবে মজে গেছে৷ চাষিরা ফসলের লাভজনক দাম না পেয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ছে৷ তারা পাটের উৎপাদন খরচই তুলতে পারছে না৷ অথচ সার–বীজ–কীটনাশক দাম বেড়েই চলেছে৷ অন্যদিকে খেতমজুরদের সারা বছর নিয়মিত কোনও কাজ নেই, ফলে সংসার চালানো দুষ্কর৷

এর প্রতিবাদে অল ইন্ডিয়া কিষান খেতমজদুর সংগঠন মুর্শিদাবাদ জেলা কমিটি ৩০ আগস্ট জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখায় ও জেলা সম্পাদকের নেতৃত্বে ৫ জনের প্রতিনিধিদল জেলাশাসকের কাছে ডেপুটেশন দেয়৷ এদিন চার শতাধিক কৃষক–খেতমজুর বহরমপুরে ডিএম দপ্তরে বিক্ষোভ দেখান৷ বিক্ষোভ সভায় জেলা কমিটির সভাপতি কমরেড অমল ঘোষ, সম্পাদক কমরেড মণিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ দাবি জানান, ৭০০০ টাকা কুইণ্ঢাল দরে পাট কিনতে হবে, পাট পচানোর জন্য জলের ব্যবস্থা করতে হবে, মুর্শিদাবাদকে খরা কবলিত জেলা হিসাবে ঘোষণা করতে হবে, জবকার্ড হোল্ডারদের ৩০০ টাকা মজুরি ও ২০০ দিন কাজ দিতে হবে এবং ২০০ দিনের মধ্যে ১০০ দিন মধ্য ও গরিব চাষিদের জমিতে কাজ করাতে হবে, খাল–বিল–নদী–নালা সংস্কার করতে হবে৷

(গণদাবী : ৭২ বর্ষ ৮ সংখ্যা)