মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন পরিচারিকা সমিতির

ফাইল চিত্র

করোনা সংক্রমণ ও লকডাউনের জন্য কাজে যোগ দিতে পারছেন না গৃহ পরিচারিকাদের অনেকে। অনেককে কাজে আসতে বারণও করা হচ্ছে। আবার এর মধ্যে বাড়ি বাড়ি কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হচ্ছেন কেউ কেউ।

প্রথম দফার করোনা অতিমারিতে পরিচারিকাদের অনেকের কাজ চলে গিয়েছিল। দ্বিতীয় দফায়ও অনেকে বিশেষ করে ট্রেন যাত্রী পরিচারিকারা কাজ হারিয়েছেন।

এই পরিস্থিতিতে সারা বাংলা পরিচারিকা সমিতির পক্ষ থেকে ২২ মে সভানেত্রী লিলি পাল ও সম্পাদিকা পার্বতী পাল মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেন। তাঁদের দাবি, পরিচারিকা সহ সমস্ত অসংগঠিত কর্মহীন শ্রমিক পরিবারকে মাসিক ৭৫০০ টাকা আর্থিক সহায়তা দিতে হবে, রেশন কার্ড না থাকলেও রেশনের মাধ্যমে এই পরিবারগুলির প্রত্যেক সদস্যকে প্রতি মাসে ১০ কেজি করে খাদ্যসামগ্রী সরবরাহ করতে হবে, অবিলম্বে বিনামূল্যে সবার জন্য করোনা ভ্যাক্সিনের ব্যবস্থা করতে হবে।

গণদাবী ৭৩ বর্ষ ৩৬ সংখ্যা