মালদায় মোটরভ্যান চালকদের আন্দোলন

মালদা জেলায় সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত মোটরভ্যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। মালদা শহরের মূল কেন্দ্র রথবাড়ি দিয়ে মোটরভ্যান চলাচল বন্ধ করা হয়েছে। ট্রাফিক পুলিশ বেশ কিছু মোটরভ্যান আটক করে রেখেছে। এই অবস্থায় মালদা জেলার মোটরভ্যান চালকদের জীবন জীবিকা নিয়ে সমস্যা তৈরি হয়। এই সমস্যার সমাধানের জন্য এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়ন ডি এম ডেপুটেশনের ডাক দেয়। ৩০ জানুয়ারি পল্লীশ্রী মাঠ থেকে দেড় হাজারের বেশি মোটরভ্যান চালক লড়াইয়ের উত্তাপে বলীয়ান হয়ে মিছিল করে ডি এম অফিসের সামনে উপস্থিত হন। ডি এম অনুপস্থিত থাকায় দাবিপত্র জমা দিয়ে চলে যেতে প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি দলকে বলা হয়। কিন্তু প্রতিনিধিরা অনড় থাকায় অবশেষে এডিএম (জি) প্রতিনিধি দলের সাথে আলোচনায় মোটরভ্যান চলাচলে বিধিনিষেধ প্রত্যাহার ও আটক করা মোটরভ্যান ছাড়ার ব্যাপারে আশ্বাস দেন। ইউনিয়নের রাজ্য সম্মেলন সফল করার জন্য ও তীব্র আন্দোলন গড়ে তুলতে নেতৃবৃন্দ সকলের কাছে আহ্বান জানান। মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়নের রাজ্য সহ সম্পাদক জয়ন্ত সাহা, জেলা সভাপতি ও সম্পাদক যথাক্রমে অংশুধর মণ্ডল ও কার্তিক বর্মন, রাজ্য কমিটির সদস্য লক্ষ্মণ মণ্ডল, মেসের আলি, খৈলানু রায় ও স্বপন রাজবংশী।