Breaking News

মধ্যপ্রদেশে এআইডিএসও-র শিক্ষাশিবির

২৪-২৫ ডিসেম্বর গোয়ালিয়রে এআইডিএসও-র দু-দিনের মধ্যপ্রদেশ রাজ্য শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। শিবিরে বিভিন্ন জেলা থেকে ১৭৫ জন ছাত্রপ্রতিনিধি উপস্থিত ছিলেন। কমরেড শিবদাস ঘোষের ‘মার্ক্সবাদ মানবসমাজ কি বিকাশ পর’ এবং কমরেড নীহার মুখাজ¹র ‘ছাত্র আন্দোলন কি দিশা অউর জিম্মেদারি’ বই দুটি নিয়ে আলোচনা হয়। বিভিন্ন প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংগঠনের সর্বভারতীয় কমিটির অফিস সম্পাদক কমরেড শিবাশিস প্রহরাজ।

দ্বিতীয় দিন এস ইউ সি আই (সি)-র মধ্যপ্রদেশ রাজ্য সম্পাদক কমরেড প্রতাপ সামল বর্তমান সময়ে ছাত্র আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরে শক্তিশালী আন্দোলন সংগঠিত করার আহ্বান জানান এবং শিক্ষা ও সমাজের উপর নানা ধরনের আক্রমণ প্রতিহত করতে উচ্চ নীতি-নৈতিকতা ও বিপ্লবী চিন্তাধারার ভিত্তিতে উচ্চ সংস্কৃতিকে জীবনে আয়ত্ত করার সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।