বিপিসিএল : কেরালায় পদযাত্রা

লাভজনক সরকারি সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)–কে বেচে দিচ্ছে বিজেপি সরকার৷ বর্তমানে এই সংস্থার মোট সম্পদ ৯ লক্ষ কোটি টাকা৷ তা সত্ত্বেও কর্পোরেট পুঁজিমালিকদের স্বার্থে তাদের হাতে তুলে দিচ্ছে বিজেপি সরকার৷ এর প্রতিবাদে এস ইউ সি আই (সি)–র উদ্যোগে ১২ ডিসেম্বর কেরালায় ৬ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা হয়৷ ত্রিপুনিথুরা শহর থেকে কোচি রিফাইনারি পর্যন্ত এই পদযাত্রার সূচনা করেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেরালা রাজ্য সম্পাদক ডঃ ভি ভেনুগোপাল (ইনসেট)৷ শয়ে শয়ে মানুষের মিছিল কোচি রিফাইনারিতে পৌঁছলে জয়েন্ট স্ট্রাগল কমিটির নেতৃত্বে সেখানকার শ্রমিকরা স্লোগানে গলা মেলান৷ সেখানে এক সভায় এ আই ইউ টি ইউ সি–র রাজ্য সম্পাদক ভি কে সদানন্দন সভাপতিত্ব করেন৷ প্রধান বক্তা দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জয়সন যোশেফ ও জেলা সম্পাদক টি কে সুধীরকুমার সহ জয়েন্ট স্ট্রাগল কমিটির নেতারা বক্তব্য রাখেন৷

(গণদাবী : ৭২ বর্ষ ১৯ সংখ্যা)