বাসে সরকারি ভাড়া চালুর দাবিতে পূর্ব মেদিনীপুরে বিক্ষোভ

বাসের ন্যূনতম ভাড়া সাত টাকা পুনরায় কার্যকর করা ও রাতের বাস সুনিশ্চিতের দাবিতে ৩ ফেব্রুয়ারি বিক্ষোভ দেখাল এসইউসিআই (সি)-র পূর্ব মেদিনীপুর জেলা কমিটি। এ দিন নোনাকুড়ি, মেছেদা, রামতারক, তমলুক সহ জেলা জুড়ে বিক্ষোভ প্রদর্শন এবং জেলা আঞ্চলিক পরিবহণ আধিকারিক ও জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। আরটিও এবং অতিরিক্ত জেলাশাসক (এল আর) স্মারকলিপি নেন। প্রতিনিধিদলে ছিলেন দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তপন ভৌমিক, প্রণব মাইতি, জেলা কমিটির সদস্য নারায়ণ চন্দ্র নায়ক, অশোক মাইতি প্রমুখ। সংগঠনের সদস্যরা বিভিন্ন বাস স্টপে বিক্ষোভ মিছিল করে জনসাধারণকে সরকার নির্ধারিত পুরনো ভাড়াতেই যাতায়াত করতে অনুরোধ করেন। পাশাপাশি বাসের কন্ডাকটরদেরও পুরনো ভাড়া নেওয়ার অনুরোধ জানান। জেলা সম্পাদিকা অনুরূপা দাস বলেন, সরকার নির্ধারিত ভাড়ার চার্ট বাসগুলিতে টাঙাতে হবে। রাতের বাস সুনিশ্চিত, রুট পারমিট অনুসারে বাসগুলির যাতায়াত, মেছেদা-তমলুক-হলদিয়া-কাঁথি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাসস্টপে সময়-তালিকা টাঙাতে হবে। তিনি বলেন, আমরা এক সপ্তাহ অপেক্ষা করব। এর পরও সরকার নির্ধারিত ভাড়াতে বাস চলাচল না করলে আমরা বাড়তি ভাড়া ফেরত সহ পথ অবরোধের কর্মসূচি নিতে বাধ্য হব।