বাঁকুড়ায় যুব সম্মেলনে সকল বেকারের কাজের দাবি

এআইডিওয়াইও-র বাঁকুড়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হল ২৭ নভেম্বর। এই উপলক্ষে বাঁকুড়ার তামলিবাঁধ থেকে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় পর্যন্ত মিছিল হয়।

সম্মেলনের প্রধান দাবি ছিল, সকল বেকারের কাজ, কাজ না দেওয়া পর্যন্ত বেকার ভাতা, সমস্ত শূন্যপদে স্থায়ী স্বচ্ছ নিয়োগ, মদ ও মাদকদ্রব্য নিষিদ্ধ করা, পরিযায়ী শ্রমিকদের জীবন জীবিকা সুনিশ্চিত করা, গ্রাহক স্বার্থে মোবাইলের রিচার্জ ভ্যালু কমানো ইত্যাদি।

প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন এসইউসিআই(কমিউনিস্ট)-এর জেলা সম্পাদক কমরেড জয়দেব পাল। প্রধান বক্তা ছিলেন এআইডিওয়াইও-র রাজ্য সম্পাদক কমরেড মলয় পাল। এ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অনিন্দিতা জানা ও কমরেড প্রদীপ ওঝা। সম্মেলন শেষে কমরেড পূর্ণচন্দ্র মাজিকে সভাপতি ও কমরেড সাবিরুদ্দিন ভুঁইয়াকে সম্পাদক করে ৪৭ জনের জেলা কমিটি সহ কাউন্সিল গঠিত হয়।