বর্ধিত ফিক্সড চার্জ ও মিনিমাম চার্জ প্রত্যাহার, স্মার্ট মিটার বাতিলের দাবিতে অ্যাবেকার বিদ্যুৎ উন্নয়ন ভবন অভিযান

রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা অত্যধিক হারে ফিক্সড চার্জ ও মিনিমাম চার্জ বাড়ানোর ফলে ক্ষুদ্রশিল্প গ্রাহক ও কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বন্ধ হয়ে গেছে কয়েক হাজার ক্ষুদ্র শিল্প। কৃষি গ্রাহকেরা বিদ্যুৎ সংযোগ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। ২০ ডিসেম্বর বর্ধিত ফিক্সড চার্জ ও মিনিমাম চার্জ প্রত্যাহার, স্মার্ট মিটার বাতিল, কৃষিতে বিনামূল্যে ও গৃহস্থে ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ এবং গ্রাহক স্বার্থবিরোধী বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে বিদ্যুৎ গ্রাহক সংগঠন অ্যাবেকা বিদ্যুৎ দপ্তর অভিযান করে। কলকাতার বেলেঘাটা রাসমণি বাজারে হাজার হাজার গ্রাহক জমায়েত হয়ে বিদ্যুৎ উন্নয়ন দপ্তর অভিযান করেন এবং বিদ্যুৎমন্ত্রীকে স্মারকলিপি দেন। সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস সহ পাঁচ জনের প্রতিনিধিদল বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বিদ্যুৎমন্ত্রী মিনিমাম চার্জবৃদ্ধির কারণে ক্ষুদ্রশিল্প ও কৃষি গ্রাহকদের গভীর সংকটের সমাধানের চেষ্টা করবেন বলে জানান।