বর্ধমান স্টেশনে দুর্ঘটনায় মৃত্যু, ক্ষতিপূরণের দাবি

‘অমৃত প্রকল্পে’র তালিকায় থাকা ঐতিহ্যবাহী বর্ধমান স্টেশনে ১৩ ডিসেম্বর ১৩৩ বছরের পুরনো জলের ট্যাঙ্ক ভেঙে চার জনের মৃত্যু হয়, আহত হন অনেকে। এই ভয়াবহ দুর্ঘটনার দায় রেল কর্তৃপক্ষকে নিতে হবে, মৃত ও আহতদের প্রকৃত তথ্য দিতে হবে, উপযুক্ত ক্ষতিপূরণ সহ যাত্রী সুরক্ষা সুনিশ্চিত করতে হবে এবং ঘটনার উপযুক্ত তদন্ত করতে হবে ইত্যাদি দাবিতে ১৪ ডিসেম্বর এসইউসিআই(সি)-র পক্ষ থেকে জেলা সম্পাদক কমরেড তসবিরুল ইসলামের নেতৃত্বে ৪ জনের প্রতিনিধিদল স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দেয়। জেলা সম্পাদক বলেন, বর্ধমানের মতো এত ব্যস্ততম স্টেশনের গাড়িবারান্দা ভেঙে পড়া, ওভারব্রিজে যাত্রীপৃষ্ট হওয়ার ঘটনা যাত্রীনিরাপত্তায় কর্তৃপক্ষের গাফিলতিকেই স্পষ্ট করে দিয়েছে।