বরাদ্দ ছাঁটাইঃ প্রতিবাদ মিড-ডে মিল কর্মীদের

কেন্দ্রীয় বিজেপি সরকার বাজেটে মিড- ডে মিল প্রকল্পে অর্থ বরাদ্দ কমিয়ে দিয়েছে। এর প্রতিবাদে ১ ফেব্রুয়ারি বাজেটের দিনেই কলকাতার ধর্মতলায় বিক্ষোভ দেখায় সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়ন। লেনিন মূর্তির সামনে পথ অবরোধ করে কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পোড়ানো হয়। দীর্ঘদিন ধরে এই শোষিত বঞ্চিত কর্মীরা মিড-ডে মিলে খাবারের মান বৃদ্ধি, তাঁদের বেতন বৃদ্ধি, ভাতা প্রদান, অন্যান্য সুযোগ সুবিধা ও বছরে ১২ মাসের বেতনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

সংগঠনের রাজ্য সম্পাদিকা সুনন্দা পণ্ডা বলেন, আমরা আশা করেছিলাম এবারের বাজেটে হয়তো আমাদের দাবি মেনে কিছুটা বরাদ্দ বৃদ্ধি করবে কেন্দ্রীয় সরকার। বাস্তবে দেখা গেল বৃদ্ধির পরিবর্তে এই খাতে বরাদ্দ ৩৯৪ কোটি টাকা কমানো হয়েছে। বিক্ষোভ শেষে কর্মীরা মিছিল করে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত যান এবং সরকারি বঞ্চনার বিরুদ্ধে দীর্ঘস্থায়ী আন্দোলনের শপথ নেন।