প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ আমেরিকা জুড়ে

চরম হঠকারিতার পরিচয় দিয়ে জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী ঘোষণা করেন ট্রাম্প গত ৬ ডিসেম্বর৷ গোটা পৃথিবী নিন্দায় ফেটে পড়ে এই অন্যায় ঘোষণার বিরুদ্ধে৷ খোদ আমেরিকার মানুষ দলে দলে পথে নেমে বিক্ষোভ দেখান৷ আমেরিকার সাধারণ মানুষের স্বার্থ সেখানকার সাম্রাজ্যবাদী শাসকদের স্বার্থের থেকে সম্পূর্ণ আলাদা– প্যালেস্টাইনের নিপীড়িত আরবদের উদ্দেশে এই বার্তা দিয়েছেন তাঁরা৷

নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে প্রায় ৬ হাজার মানুষ বিক্ষোভ দেখান ৮ ডিসেম্বর৷ স্থানীয় বাসিন্দাদের সাথে মিছিলে সামিল হন সেখানকার আরব বংশোদ্ভূত মানুষজন৷ মা–ঠাকুমারা ছোট শিশুদের কোলে নিয়ে মিছিলে হাঁটেন৷ স্লোগান ওঠে, ‘জেরুজালেম প্যালেস্টাইনের রাজধানী’, ‘প্যালেস্টাইনের উপর সাম্রাজ্যবাদী হানাদারি বন্ধ কর’৷ ওই দিন নিউইয়র্কের ব্যস্ত এলাকা কলম্বাস সার্কেলে আর একটি মিছিল হয়৷ টাইমস স্কোয়ারের মিছিলটি সেখানে যোগ দেয়৷

বিক্ষোভ হয় ফিলাডেলফিয়ার বিভিন্ন এলাকায়৷ ৮ ডিসেম্বর ওয়ার্কার্স ওয়ার্ল্ড পার্টি সহ আরও কয়েকটি সংগঠনের নেতৃত্বে বিপুল সংখ্যক মানুষ মিছিলে সামিল হন৷ সিটি হলের সামনে সমবেত হয়ে বিক্ষোভকারীরা আশপাশের রাস্তাগুলি অবরোধ করেন৷ ইংরেজি, স্প্যানিশ ও আরবি ভাষায় স্লোগান ওঠে– ‘ইজরায়েল একটি দুর্বৃত্ত দেশ’, ‘প্যালেস্টাইনের উপর অবরোধ চলবে না’ ইত্যাদি৷

ওই একই দিনে নিউইয়র্কের রচেস্টারে ট্রাম্পের অন্যায় ঘোষণার বিরুদ্ধে রাস্তায় নামে মানুষ৷ বাল্টিমোর  এবং ওয়াশিংটন ডি সি–তে প্যালেস্টাইনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল হয়৷ মিছিল হয় ডেট্রয়েটে৷

শিকাগোর ফেডেরাল প্লাজায় ৭ ডিসেম্বর প্রায় এক হাজার মানুষ বিক্ষোভ দেখান৷ ইজরায়েলের দূতাবাসের সামনে সমবেত হয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান তোলেন তাঁরা৷

১০ ডিসেম্বর বিক্ষোভ দেখান স্যান অ্যান্টনিও–র মানুষ৷ সুন্দর প্রাকৃতিক দৃশ্য সমৃদ্ধ এই অঞ্চলে দর্শনার্থীদের ভিড় থাকে৷ এঁদের অনেকেও এদিন সামিল হয়েছিলেন মিছিলে৷ ওই একই দিনে লস এঞ্জেলেসে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়৷ সেখানকার ওয়েস্টউড ফেডেরাল বিল্ডিংয়ের সামনে শত শত মানুষ সামিল হন বিক্ষোভে৷

সান ফ্রান্সিসকোতে ৯ ডিসেম্বর শত শত মানুষ জেরুজালেম শহরের উপর প্যালেস্টাইনের ন্যায্য অধিকারের দাবিতে সরব হন৷ ইউনাইটেড নেশনস প্লাজার সামনে থেকে মিছিল শুরু হয়৷ অন্যান্য মিছিলগুলির  মতো এখানেও মানুষ আমেরিকার সাম্রাজ্যবাদী শাসকের বিরুদ্ধে সরব হন৷ প্যালেস্টাইনে সাম্রাজ্যবাদী হানাদারির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে মিছিল শেষ হয়৷