প্রতিরক্ষা শিল্প ধর্মঘটে বিপুল সাড়া

ভারতে ৪১টি প্রতিরক্ষা শিল্পের শ্রমিকরা ২০ আগস্ট থেকে এক মাস লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছিলেন৷ এই শিল্পে কেন্দ্রীয় সরকার কর্পোরেট করার যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিবাদেই এই ধর্মঘট৷ কর্পোরেট করা হল বেসরকারিকরণেরই এক অন্তর্বর্তী পদক্ষেপ৷ শ্রমিকরা জানে বেসরকারিকরণ মানেই চাকরির স্থায়িত্ব নেই, বেতনের নিশ্চয়তা নেই, রয়েছে কেবল কম বেতনে কাজের বোঝা বৃদ্ধির বিপদ৷ ধর্মঘটে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের শ্রমিকরাই শুধু নন, অফিস স্টাফ, ক্লারিক্যাল স্টাফ, জুনিয়র অফিসাররাও সামিল হন৷ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার কেন্দ্রবিরোধী ধর্মঘট ব্যর্থ করে দিতে পুলিশ দিয়ে হামলা চালিয়েছে৷ এ আই ইউ টি ইউ সি সহ ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ ২১ আগস্ট এক যৌথ বিবৃতিতে এই ধর্মঘটী শ্রমিকদের অভিনন্দন জানিয়েছেন৷ নেতৃবৃন্দ বিবৃতিতে বলেছেন, কেন্দ্রীয় সরকার রেলেও কর্পোরেট করছে যাতে রেলের বিপুল জমি এবং অন্যান্য সম্পদ বেসরকারি হাতে তুলে দেওয়া যায়৷ এর বিরুদ্ধে রেলশ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন৷ উভয় ক্ষেত্রের শ্রমিকদের আন্দোলনের সমর্থনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি উপযুক্ত ভূমিকা পালন করে যাচ্ছে৷  ছবি : কাশীপুর গান অ্যান্ড সেল কারখানায় ধর্মঘটের সমর্থনে বক্তব্য রাখছেন এ আই ইউ টি ইউ সি–র কলকাতা জেলা সম্পাদক কমরেড শান্তি ঘোষ৷

(গণদাবী : ৭২ বর্ষ ৫ সংখ্যা)