পূর্ব মেদিনীপুর়ে ছাত্র কনভেনশন

অতিমারি ও ইয়াস বিধ্বস্ত এলাকায় একাদশ, দ্বাদশ শ্রেণি ও কলেজের সমস্ত ফি সম্পূর্ণ মকুব, সরকারি উদ্যোগে পাঠ্য সামগ্রী প্রদান সহ স্থায়ী সমুদ্রবাঁধ নির্মাণের দাবিতে ২৩ জুন বগুড়াল জালপাই আয়লা সেন্টারে উপকূলীয় ছাত্র কনভেনশন অনুষ্ঠিত হয়।

ছাত্র সংগঠন এআইডিএসও-র উদ্যোগে কনভেনশনে জুনপুট, কাদুয়া, হরিপুর, বিরামপুট, শৌলা, রঘুসর্বার এলাকার শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। তাঁরা অনেকেই নিজেদের় সমস্যার কথা তুলে ধরেন। মূল আলোচক ছিলেন সংগঠনের জেলা সম্পাদক বিশ্বজিৎ রায়। বক্তব্য রাখেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ হোতা। সংগঠনের জেলা নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

কনভেনশন থেকে প্রভঞ্জন বেরাকে সভাপতি এবং সুজয় মাইতিকে সম্পাদক করে ২৫ জনের কাঁথি উপকূলীয় ছাত্র সংগ্রাম কমিটি গঠিত হয়।

গণদাবী ৭৩ বর্ষ ৩৭ সংখ্যা