পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ

চিৎপুর ব্রিজ ভাঙার জন্য উচ্ছেদ হওয়া বাসিন্দাদের পুনর্বাসন, ৬ নং ওয়ার্ডের ৫০ নং বস্তি পরিষ্কার করা ও পর্যাপ্ত জলের ব্যবস্থা করা প্রভৃতি দাবিতে ৬ সেপ্টেম্বর কলকাতা পৌর নিগমের ১ নম্বর বরো কমিটির চেয়ারম্যানের কাছে নাগরিক প্রতিরোধ মঞ্চ পাইকপাড়া শাখার পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন স্থানীয় চিকিৎসক ঝোটন দাস, অধ্যাপক মেঘবরণ হাইতি, বিশিষ্ট ফুটবলার নিমাই মণ্ডল ও এলাকার বাসিন্দা শান্তি মণ্ডল। চেয়ারম্যান সমস্যা সমাধানের ক্ষেত্রে তৎপর হয়েছেন।

এরই সাথে চুনিবাবুর বাজারে জল জমা বন্ধ করা, পুরসভার তত্ত্বাবধানে চুনিবাবুর বাজার ও আশুবাবুর বাজারের সংস্কার, দত্তবাগান-পাইকপাড়া-বেলগাছিয়া রুটে ২১৯, ৪৭-এ ও ৩-এ বাস পুনরায় চালু করার দাবিও তোলা হয়। চেয়ারম্যান বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার প্রতিশ্রুতি দেন।