পশ্চিম মেদিনীপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে এআইকেকেএমএস

ফাইল চিত্র

খাদ্যমন্ত্রী ১৬ লক্ষ মেট্রিক টন ধান চাষির কাছ থেকে নেওয়ার ফরমান দিচ্ছেন। কিন্তু ধান কাটার জন্য কৃষি শ্রমিকের অভাব, দিনের পর দিন কালবৈশাখীর ফলে ধান নষ্ট, অন্য এলাকার হারভেস্টার দিয়ে ধান কাটায় প্রশাসনের বাধার ফলে চাষিদের অবস্থা এখন দিশেহারা। উক্ত সমস্যাগুলি সমাধানের দাবিতে এআইকেকেএমএস-এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে ১৯ এপ্রিল মেল করে জেলার ডিএমকে স্মারকলিপি পাঠানো হয়।