পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের বিক্ষোভ

কালিম্পং – ৮ অক্টোবর পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে ৩ শতাধিক আশাকর্মী মিছিল করে কালিম্পং জেলা সিএমওএইচ-এর কাছে বিক্ষোভ প্রদর্শন করেন ও ৮ দফা দাবিতে স্মারকলিপি দেন। সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের রাজ্য সম্পাদক ইসমত আরা খাতুন। এছাড়া বক্তব্য রাখেন এআইইউটিইউসি-র দার্জিলিং জেলা ইনচার্জ কমরেড জয় লোধ। মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য নমিতা চক্রবর্তী এবং অন্যান্য নেতৃবৃন্দ।

হাওড়া – আশাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কোভিড প্রতিরোধে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। প্রাকৃতিক দুর্যোগে, এমনকি বন্যাদুর্গত এলাকায় এক-বুক জল পেরিয়ে পোলিও খাওয়ানোর মতো কাজগুলি করতে হচ্ছে। এই পরিস্থিতিতেও পশ্চিমবঙ্গের আশাকর্মীরা তিন-চার মাসের উৎসাহ ভাতা পাননি। হাওড়া জেলার শ্যামপুর ব্লকের আশাকর্মীরা দীর্ঘ সাত মাসের বকেয়া উৎসাহ ভাতার দাবিতে ৩০ সেপ্টেম্বর বিএমওএইচ-এর কাছে বিক্ষোভ দেখান ও ডেপুটেশন দেন। পরে তাঁরা কমলপুর বাজারেও বিক্ষোভ দেখান।

গণদাবী ৭৪ বর্ষ ১২ সংখ্যা ২৯ অক্টোবর – ৪ নভেম্বর ২০২১