Breaking News

ন্যায্য মূল্যে সারের দাবি আদায় করণদিঘিতে

উত্তর দিনাজপুরে এআইকেকেএমএস-এর করণদিঘি কমিটির পক্ষ থেকে ১৩ নভেম্বর সারের কালোবাজারির বিরুদ্ধে করণদিঘি বিডিও অফিসে বিক্ষোভ ও অবস্থান হয়। দীর্ঘদিন ধরেই কৃষকরা এমআরপি দরে সার কিনতে পারছেন না। প্রতি বস্তা সারের জন্য কোথাও ৫০০ টাকা কোথাও ৭০০ টাকা বেশি দিতে হচ্ছে। সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে চাষের ভরা মরশুমের কাজ ফেলেও দেড় শতাধিক কৃষক উপস্থিত হন। বিডিও অফিস বন্ধ থাকা সত্ত্বেও কৃষকদের বিক্ষোভের জেরে বিডিও অফিসে এসে আলোচনা করেন এবং দাবিগুলোর যথার্থতা স্বীকার করেন। ন্যায্য মূল্যে সার কিনতে না পারলে ফোন করার জন্য তাঁর ফোন নাম্বার দেন। উপস্থিত কৃষকরা সংগঠনকে শক্তিশালী করার অঙ্গীকার করেন।

গণদাবী ৭৬ বর্ষ ১৪ সংখ্যা ২৪ নভেম্বর ২০২৩