নেপালে আলোচনাচক্রে এস ইউ সি আই (কমিউনিস্ট)

৯ মার্চ নেপালের সুনশারি জেলার ইটারি শহরে নভেম্বর বিপ্লবের শতবার্ষিকী উপলক্ষে ‘ভারতবর্ষের বিপ্লবী আন্দোলনে নভেম্বর বিপ্লবের প্রভাব’ শীর্ষক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়৷ বিশেষ আমন্ত্রিত বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এস ইউ সি আই (সি)–র  পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড দেবাশিস রায়৷ স্বাধীনতা আন্দোলনে বিশেষত আপসহীন বিপ্লবী ধারার আন্দোলন ও শ্রমিক আন্দোলনে নভেম্বর বিপ্লবের সুদূরপ্রসারী প্রভাব নিয়ে কমরেড রায় আলোচনা করেন৷ নভেম্বর বিপ্লবের শিক্ষা ও তাৎপর্য অনুধাবনে এবং লেনিনীয় পদ্ধতিতে সঠিক সাম্যবাদী দল গঠনে তৎকালীন ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতৃত্বের ব্যর্থতা এবং এরই পটভূমিকায় মার্কসবাদী চিন্তানায়ক সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষের নেতৃত্বে সঠিক কমিউনিস্ট পার্টি হিসাবে এসইউসিআই (কমিউনিস্ট) দল গড়ে তোলার প্রয়োজনীয়তা এবং তার কঠোর কঠিন সংগ্রামের ইতিহাস সবিস্তারে ব্যাখ্যা করেন৷

আলোচনাচক্রের দ্বিতীয় পর্যায়ে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি৷ পার্টি কমিউন বা পার্টি সেন্টার গড়ে তোলার সাংগঠনিক প্রয়োজনীয়তা ও অভিজ্ঞতা, গণসংগ্রাম কমিটি গড়ে তোলার প্রশ্নে সিঙ্গুর, নন্দীগ্রাম ও লালগড় আন্দোলনের অভিজ্ঞতা, পুঁজিবাদী ব্যবস্থায় সরকার পরিচালনার ক্ষেত্রে একটি যথার্থ বামপন্থী দলের সঠিক ভূমিকা কী হওয়া উচিত, সিপিআই–সিপিআই(এম)–এর বর্তমান সাংগঠনিক দুর্বলতার কারণ প্রভৃতি বিষয়ে শ্রোতাদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি৷ আলোচনা চক্রটি সঞ্চালনা করেন নেপালের বিশিষ্ট বামপন্থী ব্যক্তিত্ব কমরেড মোহন টিমসিনা৷ স্বাগত ভাষণ দেন কমরেড নির্মল বোড়াল৷ কমিউনিস্ট পার্টি অব নেপাল (মাওবাদী কেন্দ্র), কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল) সহ বিভিন্ন বামপন্থী দলের কর্মী সংগঠক ও বুদ্ধিজীবীরা এই সভায় উপস্থিত ছিলেন৷ উপস্থিত শ্রোতাদের মধ্যে মহান নেতা কমরেড শিবদাস ঘোষ এবং এস ইউ সি আই (সি) প্রকাশিত বইপত্রের প্রতি  বিশেষ আগ্রহ দেখা যায়৷ শ্রোতারা সকলেই ভ্রাতৃপ্রতিম দলের সাথে এই ধরনের মত বিনিময় সভার প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করেন৷